ক্রিকেট বিশ্বকাপে একের পর একের দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ ফাইল ছবি ৷ ২০১৯ বিশ্বকাপে চোটের কারণে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, ভারতের খেলোয়াড়েরা বাদ পড়েছেন ৷ ফাইল ছবি ৷ চোটের কারণে কার্যত এইবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শিখর ধাওয়ানের ৷ ফাইল ছবি ৷ সেই তালিকায় এবারের সংযোজন শ্রীলঙ্কান পেস তারকার লসিথ মালিঙ্গাও ইংল্যান্ড থেকে ফিরে আসছেন ৷ লসিথ মালিঙ্গার শাশুড়ি মারা যাওয়ার কারণেই তিনি শ্রীলঙ্কায় ফিরে আসছেন ৷ ফাইল ছবি ৷ বৃহস্পতিবার তিনি ফিরে এসে শাশুড়ি কান্তি পেরেরার শেষকৃত্যে যোগ দেবেন বলেই জানা গিয়েছে ৷ ফাইল ছবি ৷ তবে শ্রীলঙ্কা দল সূত্রে জানা গিয়েছে পরের ম্যাচে ফিরে আসবেন তিনি ৷ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মালিঙ্গা ৷ ফাইল ছবি ৷