কেকেআরে দাম পাননি। তবে দিল্লিতে গিয়েই নিজের জাত চেনালেন কুলদীপ যাদব। পুরনো দল কেকেআরকে একাই কাঁদিয়ে দিলেন তিনি।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস জিতল ৪৪ রানে। আর এই জয়ে যাঁর অবদান সব থেকে বেশি, তিনি কেকেআরের প্রাক্তন কুলদীপ যাদব। নিলেন চারটি উইকেট।
এদিন প্রথমে ব্য়াটিং করে পাঁচ উইকেটে ২১৫ রান তোলে দিল্লি। জবাবে ১৯.৪ ওভারে কেকেআর অল আউট হয়ে যায় ১৭১ রানে।
কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এদিন হাফ সেঞ্চুরি করেন। তবে দলকে জেতাতে পারলেন না। কুলদীপ একাই কেকেআরকে শেষ করে দিলেন।
কুলদীপ যাদব ছাড়াও খলিল আহমেদ নিলেন তিনটি উইকেট। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে ছিল কেকেআর। তবে এই হার তাদের কিছুটা দমিয়ে দিল বটে!
...