

সিরিজে প্রথমবার ফ্রন্টফুটে ভারত ৷ প্রথমদিন ৬ উইকেটে ৩০৭ রান তুলল টিম ইন্ডিয়া ৷ ৯৭ রানের সাহসী ইনিংস কাপ্তান কোহলির ৷ রাহানে ৮১ রান করলেও ব্যর্থ পূজারা, রাহুল, হার্দিক ৷ নটিংহ্যামেই টেস্টে অভিষেক হল ঋষভ পন্থের ৷ Photo Courtesy: BCCI/Twitter Handle


নটিংহ্যামে শনিবার ইংল্যান্ড বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে সফল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমদিন ৬ উইকেটে ৩০৭ তুলল টিম ইন্ডিয়া। ৯৭ রানের সাহসী ইনিংস কাপ্তান কোহলির। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ বিরাটের । রশিদের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে স্টোকসের হাতে ধরা পড়লেন অধিনায়ক। কোহলিকে যোগ্য সঙ্গত দিলেন রাহানে । সহ-অধিনায়কের ৮১ রানের ইনিংসে পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত। তবে সেট হয়েও ব্যর্থ ধাওয়ান, রাহুল, পূজারারা। রান পেলেন না হার্দিকও। Photo Courtesy: BCCI/Twitter Handle


ইংল্যান্ড বোলারদের মধ্যে প্রথম দিনেই ৩ উইকেট ক্রিস ওকসের ঝুলিতে। এদিন টেস্টে অভিষেক হল উইকেটকিপার ঋষভ পন্থের। দিনের শেষে ২২ রানে ক্রিজে অপরাজিত দিল্লির বাঁ হাতি ব্যাটসম্যান। Photo Courtesy: BCCI/Twitter Handle