#বার্মিংহ্যাম: ভারতীয় মহিলা দল বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের বাইশ গজের লড়াই দিয়ে এবারের কমনওয়েলেথে অভিযান শুরু করে ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ আর সেই ম্যাচে ধামাল পারফরম্যান্স তরুণ তুর্কি রেণুকা সিংয়ের৷ এদিনের ম্যাচে ভারতের ১৫৫ রানের ছোট লক্ষ্য রক্ষা করার দায়িত্বে বল হাতে নেমে ঝটপট তুলে নেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ৪ উইকেট৷ Photo Courtesy- Instagram