হোম » ছবি » খেলা » ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

  • 18

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    হয়তো সমস্ত আশা আকাঙ্ক্ষা এবারের মতো আজই শেষ! কেকেআরের কি আজই আইপিএল থেকে ছুটির দিন! হিসেব তো অন্তত তাই বলছে।

    MORE
    GALLERIES

  • 28

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    শনিবার ইডেনে লখনউ সুপার জায়েন্টকে স্রেফ হারালেই হবে না কেকেআরের। হারাতে হবে কমপক্ষে ১০৩ রানে। আর রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কলকাতাকে।

    MORE
    GALLERIES

  • 38

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    তার থেকেও বড় কথা, স্রেফ আজ জিতলেই হবে না। মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-গুজরাট টাইটানস ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কেকেআরকে।

    MORE
    GALLERIES

  • 48

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    এমনিতেই কলকাতা এবারের আইপিএল থেকে প্রায় ছিটকে গিয়েছে বলাই যায়। তবুও একটা ক্ষীণ আশা রয়েছে। সেক্ষেত্রে ব্যাঙ্গালোর বা মুম্বই জিতে গেলেই কেকেআরের ছুটি।

    MORE
    GALLERIES

  • 58

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    এবার আইপিএলের প্লে-অফ টিকিট পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস, লখনউ, ব্যাঙ্গালোর, মুম্বই এবং রাজস্থান রয়্যালস। কলকাতা সেখানে অনেকটাই পিছিয়ে।

    MORE
    GALLERIES

  • 68

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    গুজরাত ইতিমধ্যে প্লে-অফের টিকিট হাতে পেয়েছে। আজ ইডেনে জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৪। চেন্নাই ও লখনউ ইতিমধ্যে ১৫ পয়েন্ট পেয়ে বসে আছে। চেন্নাই এর পর জিতলে হয়ে যাবে ১৭।

    MORE
    GALLERIES

  • 78

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    হয়তো সমস্ত আশা আকাঙ্ক্ষা এবারের মতো আজই শেষ! কেকেআরের কি আজই আইপিএল থেকে ছুটির দিন! হিসেব তো অন্তত তাই বলছে।

    MORE
    GALLERIES

  • 88

    ১০৩ রানে জিততে হবে! ৮.৫ ওভারে! কেকেআরের আইপিএল থেকে আজই 'ছুটি'!

    কেকেআর-এর নেট রান রেট -০.২৫৬। ১৪ পয়েন্ট পাওয়া রাজস্থানের নেট রানরেট +০.১৪৮। অর্থাৎ আজ কেকেআর স্রেফ জিতলে হবে না। ১০৩ রানে জিততেই হবে।

    MORE
    GALLERIES