আন্দ্রে রাসেলের মতোই জনপ্রিয় তাঁর স্ত্রী জেসম লরা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফলোয়ার্স নেহাত কম নয়। জেসিম মা হয়েছেন ২০২০ সালে। এখনও একইরকম আবেদনময়ী রয়েছেন তিনি। ২০১৬ সালে রাসেলের সঙ্গে বিয়ে হয় জেসিমের। ২০১৪ থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্মানো জেসিম পেশায় একজন মডেল। রাসেলের স্ত্রী জেসিম আবার শাহরুখ খানের অন্ধভক্ত। বহুবার কেকেআরের খেলা থাকলে জেসিমকে স্টেডিয়ামে দেখা গিয়েছে।