কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচের দিনেই জন্মদিন ছিল আন্দ্রে রাসেলের৷ দল হেরে গেলেও টিম হোটেলে ফিরতেই ছিল কেক কাটা ও সেলিব্রেশনের ব্যবস্থা৷ Photo Courtesy- Andre Russell/ Instagram
2/ 8
তাই নিয়ে অবশ্য কেকেআর ফ্যানদের একটা অংশ ট্রোলও করে হেভিওয়েট স্টারকে৷ কারণ একে তো ম্যাচ হারা অন্যদিকে নিজের ফর্মের ধারেকাছেও নেই আন্দ্রে রাসেল৷ Photo Courtesy- Andre Russell/ Instagram
3/ 8
মাসেল রাসেল শনিবার ৩৪ রান করেন এবং ২৯ রান দিয়ে ১ উইকেট নেন৷ কিন্তু তার আগের দুটি ইনিংসে ব্যাট হাতে রান ১ ও ৯৷ এই দুটি ম্যাচে প্রতিপক্ষ ছিল আরসিবি ও সুপার কিংস৷ Photo Courtesy- Andre Russell/ Instagram
4/ 8
এদিকে রাসেল পছন্দের তালিকায় থাকুন বা না থাকুন, তাঁর স্ত্রী জেসমি লরা রাসেল কিন্তু ফ্যানদের পছন্দের তালিকায় এক নম্বরে থাকেন৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
5/ 8
সব সময়েই নানারকমের পোশাকে ফটোশ্যুট করে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার কেকেআর ফ্যানদের রাসেল বৌদি৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
6/ 8
স্বামীর জন্মদিনেও তিনি স্পেশাল ফটো দেবেন না তা কি হয় নাকি৷ আর পাঁচজনের থেকে একেবারে অন্যরকমের ভালবাসার ছবি দিলেন তিনি৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
7/ 8
দেখে নিন স্বামীর গালে ‘লাভ বাইট’ দেওয়ার বিশেষ ছবি শেয়ার করলেন রাসেলের অর্ধাঙ্গিনী৷ Photo Courtesy- Jassym LORA Russell/Facebook
8/ 8
আন্দ্রে রাসেলের স্ত্রী আসলে নিজে রীতিমতো সাহসী আর তাই স্বামী সোহাগে আরও একটু এগিয়ে থাকবেন এমনটাই মত ফ্যানদের৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
তাই নিয়ে অবশ্য কেকেআর ফ্যানদের একটা অংশ ট্রোলও করে হেভিওয়েট স্টারকে৷ কারণ একে তো ম্যাচ হারা অন্যদিকে নিজের ফর্মের ধারেকাছেও নেই আন্দ্রে রাসেল৷ Photo Courtesy- Andre Russell/ Instagram
মাসেল রাসেল শনিবার ৩৪ রান করেন এবং ২৯ রান দিয়ে ১ উইকেট নেন৷ কিন্তু তার আগের দুটি ইনিংসে ব্যাট হাতে রান ১ ও ৯৷ এই দুটি ম্যাচে প্রতিপক্ষ ছিল আরসিবি ও সুপার কিংস৷ Photo Courtesy- Andre Russell/ Instagram
এদিকে রাসেল পছন্দের তালিকায় থাকুন বা না থাকুন, তাঁর স্ত্রী জেসমি লরা রাসেল কিন্তু ফ্যানদের পছন্দের তালিকায় এক নম্বরে থাকেন৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
স্বামীর জন্মদিনেও তিনি স্পেশাল ফটো দেবেন না তা কি হয় নাকি৷ আর পাঁচজনের থেকে একেবারে অন্যরকমের ভালবাসার ছবি দিলেন তিনি৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram
আন্দ্রে রাসেলের স্ত্রী আসলে নিজে রীতিমতো সাহসী আর তাই স্বামী সোহাগে আরও একটু এগিয়ে থাকবেন এমনটাই মত ফ্যানদের৷ Photo Courtesy- Jassym LORA Russell/Instagram