হোম » ছবি » খেলা » 'আসে, ক্যাচ ধরে, প্যাভিলিয়নে চলে যায়', রিংকু সিং ক্যাচ ধরতেই মিম-এর ছড়াছড়ি
Rinku Singh Takes Stunning Catch vs DC: 'আসে, ক্যাচ ধরে, প্যাভিলিয়নে চলে যায়', কেকেআরের রিংকু সিং ক্যাচ ধরতেই মিম-এর ছড়াছড়ি
Bangla Digital Desk
1/ 5
অনেকেই প্রশ্ন করেন, বারবার কেন রিংকু সিংকে দলে নেয় কেকেআর! তবে রিংকু সিং কেকেআরের বেশিরভাগ ম্যাচেই প্রথম একাদশে থাকেন না। তবুও দলের জন্য জান-প্রাণ লড়িয়ে দেন রিংকু।
2/ 5
এদিন দিল্লি ক্যাপিটালসের রভমান পাওয়েলের একটি দারুন ক্যাচ ধরেন রিংকু। তার পরই সোশ্যাল মিডিয়ায় মিম-এর ছড়াছড়ি।
3/ 5
অনেকদিন ধরেই কেকেআরে রয়েছেন রিংকু। তবে বেশিরভাগ ম্যাচেই খেলার সুযোগ পান না। তবে সাবস্টিটিউট হিসেবে নেমে বারবার ফিল্ডিংয়ে নিজের জাত চিনিয়ে যান তিনি।
4/ 5
রিংকু সিং এর আগেও আইপিএলে সেরা ক্যাচ ধরার জন্য পুরষ্কৃত হয়েছেন। এদিনও নারিনের বলে তিনি দুরন্ত একটি ক্যাচ ধরলেন।
5/ 5
রিংকুকে নিয়ে কেউ লিখলেন, আসে, ক্যাচ ধরে, প্যাভিলিয়নে ফিরে যায়। কেউ আবার বললেন, ইডেনের বাইরে রিংকুর মূর্তি বসুক। আবার এক ইউজার লিখলেন, কেকেআরে খেলার সুযোগ পায় না। তবে রিংকু ফিল্ডিংয়ে নেমে নিজের ১০০ শতাংশ দেয়।