প্রায় ২০ মিনিটের ঝড় বয়ে গেল যেন মুম্বইয়ের উপর দিয়ে। সেই ঝড়ে জসপ্রিত বুমরাহ, ড্যানিয়েল স্যামসরা উড়ে গেলেন। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করলেন প্যাট কামিন্স। আইপিএলে এবার তিনি কেএল রাহুলের সঙ্গে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক। প্যাট কামিন্সক এবার ৭.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। তার আগে প্যাটকে ১৫ কোটি টাকা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার কামিন্সকে এত টাকা দেওয়ায় প্রশ্ন উঠেছিল অনেক। এদিন ছটি ছক্কা হাঁকালেন কামিন্স। বাউন্ডারি চারটি। প্রায় মনিিট ১৫ যেন তিনি তাণ্ডব চালালেন। প্যাট কামিন্স এদিন চার ওভার বোলিং করে ৪৯ রান দিয়েছিলেন। পেয়েছিলেন ২টি উইকেট। তবে ব্যাট হাতে এদিন তিনি সব সুদে-আসলে পুষিয়ে দিলেন।