1/ 5


বিরাটদের কোচ বাছার ইন্টারভিউ হবে এই সপ্তাহেই। ১৬ এবং ১৭ অগাস্ট প্রার্থীদের ইন্টারভিউ নেবে কপিলদের কমিটি।
2/ 5


ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করা হবে শাস্ত্রীর সঙ্গে। দেশি কোচের পক্ষেই বাংলার ক্রিকেটমহল।
3/ 5


চলতি সপ্তাহেই বিরাটদের নতুন কোচ বাছতে পারেন কপিলরা। বোর্ড সূত্রে খবর, নতুন কোচ বাছার লাস্ট ল্যাপে ৬ জনের নাম বেছে নিয়েছে অ্যাড হক ক্রিকেট উপদেষ্টা কমিটি। ১৬ এবং ১৭ অগাস্ট কোচের পদের জন্য আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউ নেবেন কপিল, গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামী।
4/ 5


ভিডিও কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজ থেকে রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলবে কমিটি। অনেকেই দৌড়ে শাস্ত্রীকে এগিয়ে রাখলেও বাংলার ক্রিকেটমহল কিন্তু দেশীয় নতুন কোচেরই পক্ষপাতী।