

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা৷ অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব৷ আজ, রবিবার তাঁকে ছুটি দেওয়া হয়৷ Photo-Twitter


বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করেন কপিল৷ দ্রুত তাঁকে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ জরুরি ভিত্তিতে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ Photo- File


সেই অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার দু' দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পান প্রাক্তন ভারতীয় অধিনায়ক৷ হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুত তাঁর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ক্রিকেটার৷Photo- File


কপিল দেবের সতীর্থ এবং ১৯৮৩ সালে তাঁর বিশ্বকাপ জয়ী দলের সদস্য চেতন শর্মাও প্রাক্তন অধিনায়কের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানিয়েছেন৷ যে চিকিৎসক কপিল দেবের অস্ত্রোপচার করেছেন, তাঁর সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়কের ছবিও পোস্ট করেছেন চেতন৷Photo- File