

ইংল্যান্ড ক্রিকেটের তিনি গর্ব ৷ বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন ৷ সাউদাম্পটনে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টের পঞ্চম দিনে নজির গড়লেন ইংল্যান্ড পেসার ৷ Photo Courtesy: ICC/Twitter


আজহার আলি প্রথম স্লিপে খোঁচা দিয়ে আউট হতেই টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়া সম্পূর্ণ অ্যান্ডারসনের ৷ জীবনের ১৫৬ তম টেস্টে এই কীর্তি গড়লেন ইংল্যান্ডের ‘সুইং সম্রাট’ ৷ Photo Courtesy: ICC/Twitter


টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ ৷• মুথাইয়া মুরলীধরন (শ্রীলঙ্কা) টেস্ট ১৩৩, উইকেট ৮০০ সেরা ৯-৫১ গড় ২২.৭২।• শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) টেস্ট ১৪৫, উইকেট ৭০৮ সেরা ৮-৭১ গড় ২৫.৪১।• অনিল কুম্বলে (ভারত) টেস্ট ১৩২ ,উইকেট ৬১৯ সেরা ১০-৭৪ গড় ২৯.৬৫।• জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) টেস্ট ১৫৬, উইকেট ৬০০। সেরা ৭-৪২ গড় ২৬.৭৯।• গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) টেস্ট ১২৪ ,উইকেট ৫৬৩ সেরা ৮-২৪ গড় ২১.৬৪। Photo Courtesy: ICC/Twitter


টেস্টে ৬০০ উইকেটের মালিক হওয়ার পর ক্রিকেটমহলে জোর জল্পনা, এবার কি অবসর নেবেন ৩৮ বছরের অ্যান্ডারসন ৷ কারণ পরের বছর অ্যাসেজ সিরিজের সময় তাঁর বয়স হবে ৩৯ বছর ৷ Photo Courtesy: ICC/Twitter


অ্যান্ডারসন নিজে কিন্তু এখনও অবসর নেওয়ার বিষয়ে কিছুই বলেননি ৷ উল্টে এক সাক্ষাৎকারে মজা করেই বলেন, ‘‘৭০০ উইকেট কি পাব আমি ? নিশ্চয় পাব ৷ এই টেস্টে আমি তেমন ভাল বল করিনি, যতোটা গোটা সিজনে করেছি ৷ আমার মনে হয়, এখনও এই টিমকে দেওয়ার মতো অনেক কিছু আছে আমার ৷ তাই যতদিন মনে হবে, খেলা চালিয়ে যাব ৷ নিজের ফিটনেস নিয়ে অনেক খাটছি আমি ৷ মনে হয় না, আমি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছি ৷’’ Photo Courtesy: ICC/Twitter