1/ 8


দলের অধিনায়ক বুফোঁর বয়স বেশি হলেও এই ইতালি হল তারুণ্যে ভরা একটি দল ৷ আর তাঁদের ভরপুর জোশের সামনেই কুপোকাৎ এবার স্প্যানিশরাও ৷ সোমবার ২-০ গোলে স্পেনকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আজুরিরা ৷ Photo Courtesy: AFP/Getty Images
3/ 8


ফুটবলে ডিফেন্সিভ সংগঠনের সময় একটা কথা বারবার বলা হয়—পেনিট্রেটিভ জোনে নো রিবাউন্ড। অর্থাৎ সেকেন্ড বল যেন বেরিয়ে না আসে। চিয়েলিনির গোলটার সময় ঠিক সেই ভুলটাই করল স্পেন। প্রথমত এডারের ফ্রি কিকের সময় মার্কিং ঠিক করেনি পিকে।