গত এক দশকে তিনি একাধিকবার ভারতীয় দলকে ম্যাচ জিতেতাে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই মহম্মদ শামির ব্যক্তিগত জীবন কিন্তু ক্ষতবিক্ষত। হাসিন জাহানের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন মোটেও সুখের হয়নি।
2/ 6
দীনেশ কার্তিক একবার দাবি করেছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ব্যাটাররাও শামিকে নেটে খেলতে গিয়ে সমীহ করেন। এমন পেসারের ব্যক্তিগত জীবন বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। হাসিন একের পর এক গুরুতর অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।
3/ 6
২০১৮ সালে শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। গার্হস্থ্য হিংসা, পরকীয়া সম্পর্কের মতো একের পর এক অভিযোগ করেছিলেন হাসিন।
4/ 6
এতদিন পর শামির বন্ধু ইশান্ত শর্মা মুখ খুললেন। তিনি বলেছেন, শামির সঙ্গে ওর ওই সম্পর্ক নিয়ে আমার অনেকবার কথা হয়েছে। সেই সময় বিসিসিআই-এর অ্যান্টি করাপশন ইউনিটের অফিসাররা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করত। ওরা জানতে চাইত, শামি কি ম্যাচ ফিক্সিং করতে পারে!
5/ 6
ইশান্ত আরও বলেন, আমি অফিসারদের বলেছিলাম, শামির ব্যক্তিগত জীবনের সব কিছু আমি জানি না। তবে আমি একশো শতাংশ নিশ্চিত, শামি ম্যাচ ফিক্সিং করতে পারে না। ওই সময় শামি-হাসিনের সম্পর্কটা শামির জীবনটাকে নরক করে দিয়েছিল।
6/ 6
একটা সময় হাসিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন শামি। তা নিয়ে তিনি বেশ কিছু সাক্ষাৎকারে কথাও বলেছিলেন।
শামির জীবন নরক হয়ে গিয়েছিল হাসিনের জন্য! এবার কাছের বন্ধুর চাঞ্চল্যকর দাবি
গত এক দশকে তিনি একাধিকবার ভারতীয় দলকে ম্যাচ জিতেতাে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই মহম্মদ শামির ব্যক্তিগত জীবন কিন্তু ক্ষতবিক্ষত। হাসিন জাহানের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন মোটেও সুখের হয়নি।
শামির জীবন নরক হয়ে গিয়েছিল হাসিনের জন্য! এবার কাছের বন্ধুর চাঞ্চল্যকর দাবি
দীনেশ কার্তিক একবার দাবি করেছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ব্যাটাররাও শামিকে নেটে খেলতে গিয়ে সমীহ করেন। এমন পেসারের ব্যক্তিগত জীবন বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। হাসিন একের পর এক গুরুতর অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।
শামির জীবন নরক হয়ে গিয়েছিল হাসিনের জন্য! এবার কাছের বন্ধুর চাঞ্চল্যকর দাবি
এতদিন পর শামির বন্ধু ইশান্ত শর্মা মুখ খুললেন। তিনি বলেছেন, শামির সঙ্গে ওর ওই সম্পর্ক নিয়ে আমার অনেকবার কথা হয়েছে। সেই সময় বিসিসিআই-এর অ্যান্টি করাপশন ইউনিটের অফিসাররা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করত। ওরা জানতে চাইত, শামি কি ম্যাচ ফিক্সিং করতে পারে!
শামির জীবন নরক হয়ে গিয়েছিল হাসিনের জন্য! এবার কাছের বন্ধুর চাঞ্চল্যকর দাবি
ইশান্ত আরও বলেন, আমি অফিসারদের বলেছিলাম, শামির ব্যক্তিগত জীবনের সব কিছু আমি জানি না। তবে আমি একশো শতাংশ নিশ্চিত, শামি ম্যাচ ফিক্সিং করতে পারে না। ওই সময় শামি-হাসিনের সম্পর্কটা শামির জীবনটাকে নরক করে দিয়েছিল।