সৌরভ গঙ্গোপাধ্যায় ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁর মগজাস্ত্র সেরা ৷ দাদা বনাম কলকাতা লড়াইয়ে স্কোরলাইনে সৌরভের পক্ষেই গেল ২ আর কেকেআর খালি হাত রয়েই গেল ৷ Photo Courtesy: IPL/BCCI
2/ 5
এদিন জয়ের জন্য টার্গেট খুব বেশি ছিল না ৷ তাই শুরু থেকে ধড়ফড় না করে ধীরে ধীরে ইনিংস সাজানোই ছিল প্ল্যান ৷ আর সেটা দিয়েছিলেন পন্টিং আর সবচেয়ে বেশি দাদা ৷ দাদার টিপসেই ব্যাডপ্যাচ কাটিয়ে রানে ফিরলেন শিখর ধাওয়ান ৷ Photo Courtesy: IPL/BCCI
3/ 5
দিল্লির তরুণ দলের যেটা কম ছিল সেটা অভিজ্ঞতা , আর সেই ঝুলিটাই ভর্তি করে দিচ্ছেন সৌরভ ৷ পন্থ, পৃথ্বী, শ্রেয়সের মধ্যে থেকে যার জন্য বেরিয়ে আসছে সেরাটা ৷ Photo Courtesy: IPL/BCCI
4/ 5
আগেই কলকাতার দর্শকদরে কাছ থেকে সমর্থন চেয়ে রেখেছিলেন দাদা ৷ আর শুক্রবার ম্যাচ শেষে প্রমাণ করে দিলেন কেন সমর্থন চেয়েছিলেন তিনি ৷ Photo Courtesy: IPL/BCCI
5/ 5
কলকাতায় নিজের রাজত্বে এসে মহারাজ বসলেন বিপক্ষ ডাগআউটে ৷ আর ২০১২ -র থেকে প্রথম বার ইডেন গার্ডেন্সে জয় হাসিল করল দিল্লি ক্যাপিটাল্স ৷ Photo- AP
সৌরভ গঙ্গোপাধ্যায় ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁর মগজাস্ত্র সেরা ৷ দাদা বনাম কলকাতা লড়াইয়ে স্কোরলাইনে সৌরভের পক্ষেই গেল ২ আর কেকেআর খালি হাত রয়েই গেল ৷ Photo Courtesy: IPL/BCCI
এদিন জয়ের জন্য টার্গেট খুব বেশি ছিল না ৷ তাই শুরু থেকে ধড়ফড় না করে ধীরে ধীরে ইনিংস সাজানোই ছিল প্ল্যান ৷ আর সেটা দিয়েছিলেন পন্টিং আর সবচেয়ে বেশি দাদা ৷ দাদার টিপসেই ব্যাডপ্যাচ কাটিয়ে রানে ফিরলেন শিখর ধাওয়ান ৷ Photo Courtesy: IPL/BCCI
দিল্লির তরুণ দলের যেটা কম ছিল সেটা অভিজ্ঞতা , আর সেই ঝুলিটাই ভর্তি করে দিচ্ছেন সৌরভ ৷ পন্থ, পৃথ্বী, শ্রেয়সের মধ্যে থেকে যার জন্য বেরিয়ে আসছে সেরাটা ৷ Photo Courtesy: IPL/BCCI
আগেই কলকাতার দর্শকদরে কাছ থেকে সমর্থন চেয়ে রেখেছিলেন দাদা ৷ আর শুক্রবার ম্যাচ শেষে প্রমাণ করে দিলেন কেন সমর্থন চেয়েছিলেন তিনি ৷ Photo Courtesy: IPL/BCCI