আইপিএল টেবলের এক নম্বরে আরও জাঁকিয়ে বসল চেন্নাই ৷ ৮ ম্যাচের সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তারা ৷ ধারেকাছে কেউ নেই ৷ ইডেনে চেন্নাইকে ম্যাচ জেতানোর দুই নায়ক তাহির ও রায়না ৷ Photo Courtesy- BCCI/IPL
2/ 5
৪০ বছরের ইমরান তাহির এদিন বল হাতে যে ভেলকি দেখিয়েছেন তাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন ৷ Photo Courtesy- BCCI/IPL
3/ 5
তবে ইডেনে কেকেআরের মুখ থেকে ম্যাচ বার করে আনার আরেক কারিগর ছিলেন সুরেশ রায়না ৷ তিনি ম্যান অফ দ্য ম্যাচ না হলেও চেন্নাই সমর্থকদের কাছে হৃদয়ের রাজা হলেন নিঃসন্দেহে ৷ Photo Courtesy- BCCI/IPL
4/ 5
ইডেনে কেকেআরের সঙ্গে ম্যাচে মাঠে হাজির ছিল জিভা ধোনি ও ৷ এদিন ইডেনে বাবার সঙ্গে ম্যাচ শেষের পর হাঁটতেও বেরোয় সে ৷ Photo Courtesy- BCCI/IPL
5/ 5
আর তাই ম্যাচের সেরা উপহার পেলেন তিনিই ৷ ছোট্ট জিভা রায়নাকে দিল মিষ্টি হামি ৷ Photo Courtesy- BCCI/IPL