

সোমবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরই চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। মঙ্গলবার হল জল্পনার অবসান। চলতি বছর আইপিএল হচ্ছে। আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। জানিয়ে দিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। Story: Eeron Roy Barman


মঙ্গলবার ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থাকে জানান, " সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করা হবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে গভর্নিং কাউন্সিলের বৈঠক বসবে। করোনা আবহেও টুর্নামেন্টে কোনও কাটছাঁট করা হবে না। এবছরও পূর্ণাঙ্গ টুর্নামেন্টের আয়োজন করা হবে। অর্থাৎ প্রতিটি দলের বিরুদ্ধে দুই লেগে খেলবে প্রতিটি দল। মোট ৬০টি ম্যাচ খেলা হবে।"


ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে। ৮ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এদিন সেই জল্পনাতেও শিলমোহর দেন আইপিএল চেয়ারম্যান। ব্রিজেশ প্যাটেল জানান, "সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক করেনি বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরই সব চূড়ান্ত করা হবে।"


টুর্নামেন্টে ক্রিকেটাররা কী ভাবে যোগ দেবেন সেই প্রশ্নের উত্তরে ব্রিজেশ প্যাটেল জানান, "বিদেশি ক্রিকেটাররা সরাসরি উড়ে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে। আর যেহেতু ভারতীয় ক্রিকেটাররা লকডাউনে অনুশীলনের সুযোগ পাননি, তাঁদের জন্য ৩-৪ সপ্তাহ অনুশীলনের ব্যবস্থা করতে হবে।" বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেটারদের ক্যাম্প আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আয়োজন করা হবে। চলতি আইপিএলে টুর্নামেন্টে ধারাভাষ্যকারদের জন্যও বিশেষ পরিকল্পনার কথা ভাবছে বোর্ড। প্রয়োজনে বয়স্করা বাড়ি থেকেই ধারাভাষ্য দিতে পারবেন।


আইপিএল আয়োজন করলে বিরাট আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এর পরেও আইপিএল আয়োজন করার ক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে মতপার্থক্য রয়েছে বিসিসিআইয়ের। টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা চাইছে নভেম্বরের দিওয়ালি পর্যন্ত আইপিএল-কে টানতে। কারণ সেই সময় বিজ্ঞাপনের সুযোগ থাকবে বেশি। তবে টেলিভিশন সম্প্রচার সংস্থা চাইলেও বিসিসিআই টুর্নামেন্টের দিনক্ষণ বাড়াতে নারাজ। কারণ হিসেবে বোর্ডের যুক্তি ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরের আগে বিশ্রাম প্রয়োজন এবং কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলেই মনে করছেন বোর্ড কর্তারা।