হোম » ছবি » খেলা » কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

  • 16

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে অভিষেক হয়েছে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। ২০২১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য অর্জুন। অবশেষে তাঁর স্বপ্নপূরণ হওয়ায় খুশি

    MORE
    GALLERIES

  • 26

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    আইপিএলের প্রথম ম্যাচে একটু চাপে দেখিয়েছে অর্জুনকে। তা হওয়াটাই স্বাভাবিক। মুম্বইয়ের হয়ে মাঠের নামার আগে অর্জুনকে বিশেষ উপদেশ দিতে দেখা যায় বাবা সচিনকে। প্রথন ম্যাচে ২ ওভার বল করে ১৭ রান দেন অর্জুন। প্রথম ওভারটা ভালো বোলিং করেন।

    MORE
    GALLERIES

  • 36

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    ডেবিউ ম্যাচে সচিন পূত্রকে দেখা যায় ২৪ নম্বর জার্সি পরে খেলছেন তিনি। কিন্তু এত নাম্বার থাকতে কেন ২৪ নম্বরকেই বেছে নিলে অর্জুন। তা নিয়ে কৌতুহল জাগে সকলের।

    MORE
    GALLERIES

  • 46

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    আসলে ২৪ নম্বর জার্সি বেছে নেওয়ার কারণেও যোগ রয়েছে বাবা-ছেলের। কারণ সচিন তেন্ডুলকর ও অর্জুন তেন্ডুলকর দুজনেরই জন্মদিন ২৪। বাবার প্রতি শ্রদ্ধা্ও একটা অন্যতম কারণ।

    MORE
    GALLERIES

  • 56

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    সচিন তেন্ডুলকরের জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল এবং অর্জুন তেন্ডুলকরের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। নিজের এবং বাবার জন্ম তারিখ ২৪ হওয়ায় সেটিকেই অর্জুন জার্সি নম্বর হিসেবে বেছে নিয়েছেন।

    MORE
    GALLERIES

  • 66

    Arjun Tendulkar: কেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের জার্সি নম্বর ২৪, লুকিয়ে রয়েছে জোড়া 'রহস্য'

    এছাড়াও অভিষেক ম্যাচে একাধিক স্মরণীয় ঘটনা ঘটেছে। বাবা-ছেলে দুজনেই আইপিএলের অভিষেক ওভারে ৫ রান দিয়েছেন। প্রতিপক্ষও এক কেকেআর। এছাড়া এই প্রথমবার আইপিএলে বাবা ও ছেলে খেলার নজির তৈরি হল। তাও আবার একই দলের হয়ে।

    MORE
    GALLERIES