আজ বলিউড সুপার স্টার অনুষ্কার শর্মার জন্মদিন। ৩৫ তম জন্মদিনে রাত থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বলিউড সুন্দরী।
দেশ জুড়ে ফ্যানেদের পাশাপাশি বলি তারকা, ক্রিকেটে জগতের অনেকেই বিশেষ দিনে শুভেচ্ছা জানয়েছেন অনুষ্কা শর্মাকে।
কিন্তু বিরুষ্কার 'বিরু' অর্থাৎ বিরাট কোহলি কখন শুভেচ্ছা জানাবেন সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান।
প্রতিবারই স্ত্রীর জন্মদিনে কিছু স্পেশাল বার্তা দেন অনুষ্কার জন্য। গতবার কোহলি লিখেছিলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ তুমি জন্মেছো।তুমি না থাকলে আমার যে কী হত!'
এবারও অনুষ্কার জন্মদিনে আদর্শ প্রেমিক ও স্বামীর পরিচয় দিয়ে আরও একবার স্পেশাল বার্তা দিলেন বিরাট কোহলি। যা মন ছুঁয়ে গিয়েছে সকলের।
এবার কোহলি লিখলেন,'রোগা থেকে মোটা থেকে শুরু করে তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্যই তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন আমার সবকিছু।'
আইপিএলের মাঝেই জন্মদিন। সোমবার খেলাও রয়েছে আরসিবির। স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে খেলা শেষে স্পেশাল প্ল্যান রয়েছে বিরাট কোহলির।
...