জিও সিনেমায় বিরাট কোহলির সাক্ষাৎকার নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোহলির সতীর্থ রবিন উথাপ্পা। সেখানে কেরিয়ারে সবথেকে দীর্ঘতম খারাপ সময় নিয়ে বিরাট কোহলি বলেন, একটা সময় আমি শুধু মানুষের প্রত্যাশা পূরণের কথা ভেবে খেলতে নামতাম। আমি কোনও দিন এমন ছেলে ছিলাম না। আমি নিজে যেমন, সেরকমই থাকতে হবে। আমি ওরকমভাবে বাঁচতে পারব না।
এরপরই বিরাট জানান এশিয়া কাপের সময় সে ভেবেছিল এটাই তাঁক শেষ প্রতিযোগিতা। বলেন,"নিজেকে নতুন করার পাওয়ার প্রক্রিয়ায় আমি এটাও মেনে নিতে রাজি ছিলাম যে এশিয়া কাপই আমার প্রতিযোগিতামূলক শেষ প্রতিযোগিতা হতে পারে। আমি সেটা মেনে নিতে রাজিও ছিলাম। কারণ ঈশ্বর আমায় যা দিয়েছে তাতে খুশি ছিলাম। আমি এতে আনন্দ পাচ্ছিলাম।"