অনেকেরই প্রশ্ন ছিল, কেকেআর-এর ম্যাচের আগে কিং খানকে দেখা যাচ্ছে না কেন! আগে তো কেকেআর-এর ম্যাচের আগে দলকে তাতাতে পেপ টক দিতেন তিনি। এখন শাহরুখ খান আড়ালে থাকেন কেন!
2/ 5
এবার ইডেনে ফের দেখা যাবে কিং খানকে। নিজের দলকে সমর্থনের জন্য কলকাতায় আসবেন শাহরুখ।
3/ 5
বৃহস্পতিবার ঘরের মাঠে আরসিবির মুখোমুখি হবে কেকআর। সেই ম্যাচে দলের সমর্থনে শাহরুখ থাকতে পারেন ইডেনে।
4/ 5
তিন বছর পর ঘরের মাঠে ম্যাচে দলকে তাকাতে মাঠে আসবেন নাইট কর্ণধার শাহরুখ খান।
5/ 5
প্রথম ম্যাচে হেরে কেকেআর এখন কিছুটা ব্যাকফুটে। তবে শাহরুখ মাঠে থাকা মানেই কেকেআর ক্রিকেটারদের কাছে বাড়তি অক্সিজেন।
তিন বছর পর আবার ইডেনে কিং খান! শাহরুখ ভক্তদের জন্য বিরাট আপডেট
অনেকেরই প্রশ্ন ছিল, কেকেআর-এর ম্যাচের আগে কিং খানকে দেখা যাচ্ছে না কেন! আগে তো কেকেআর-এর ম্যাচের আগে দলকে তাতাতে পেপ টক দিতেন তিনি। এখন শাহরুখ খান আড়ালে থাকেন কেন!