নতুন দিল্লি: রবিবার কেকেআর বনাম গুজরাত টাইটান্স লড়াই মেগা ম্যাচ৷ সেই রবিবাসরীয় ব্লক ব্লাস্টারে শেষ ওভারে ২৯ রানের অসম্ভব টার্গেট দেওয়ার পর সেই টার্গেট একা হাতে অ্যাচিভ করে যান রিঙ্কু সিং৷ এই মুহূর্তে সময়ে বিশ্বের সবাই রিঙ্কু সিংকে নিয়ে কথা বলছে। গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রাতারাতি জাতীয় নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ভারতের এই ক্রিকেটার সম্পর্কে এখন সকলেই জানতে চান৷