হোম » ছবি » খেলা » ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

  • 17

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    নতুন দিল্লি: রবিবার কেকেআর বনাম গুজরাত টাইটান্স লড়াই মেগা ম্যাচ৷ সেই রবিবাসরীয় ব্লক ব্লাস্টারে শেষ ওভারে ২৯ রানের অসম্ভব টার্গেট দেওয়ার পর সেই টার্গেট একা হাতে অ্যাচিভ করে যান রিঙ্কু সিং৷ এই মুহূর্তে সময়ে বিশ্বের সবাই রিঙ্কু সিংকে নিয়ে কথা বলছে। গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রাতারাতি জাতীয় নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ভারতের এই ক্রিকেটার সম্পর্কে এখন সকলেই জানতে চান৷

    MORE
    GALLERIES

  • 27

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    বিস্ফোরক ব্যাটসম্যান হওয়ার কারণে, ২০১৩ সালে রিঙ্কু সিংকে উত্তর প্রদেশের অনুর্ধ্ব-১৬ দলে জায়গা দেওয়া হয়েছিল। পরে তিনি তাঁর রাজ্যের অনুর্ধ্ব-১৯ দলেরও অংশ হয়েছিলেন। বিজয় হাজারে ট্রফি ২০১৮-এ, তিনি ত্রিপুরার বিরুদ্ধে ৪৪ বলে ৯১ রান করে লাইমলাইটে এসেছিলেন।

    MORE
    GALLERIES

  • 37

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    ২০১৭ সালে প্রথমবারের মতো পঞ্জাব কিংস তাকে কিনেছিল। তাঁকে ১০ লক্ষের বেস প্রাইসে সেই সময়ে পঞ্জাব দলের অংশ ছিলেন। সেই মরশুমে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ২০১৮ সালের আইপিএল নিলামের তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল৷

    MORE
    GALLERIES

  • 47

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    ২০ লক্ষের বেস প্রাইস থাকা সত্ত্বেও, বিজয় হাজারেতে ত্রিপুরার বিরুদ্ধে পাওয়ার হিটিংয়ের ভিত্তিতে রিঙ্কুকে নিয়ে বিডিংয়ে টানাটানি করার পর ৮০ লক্ষ টাকা কিনেছিল কলকাতা দল। আইপিএল ২০২২-এর মেগা-নিলামের আগে, রিঙ্কুকে কেকেআর ৫৫ লক্ষ টাকায় কিনেছিল।

    MORE
    GALLERIES

  • 57

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    রিংকু সিং-এর মোট সম্পত্তির সঠিক তথ্য কোথাও পাওয়া যায় না। যদি রিঙ্কু সিংয়ের সম্পত্তি শুধুমাত্র আইপিএল ফি অনুযায়ী পরিমাপ করা হয়, তাহলে তা হবে ৪.৪ কোটি টাকা। (আইপিএল)

    MORE
    GALLERIES

  • 67

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    এটি শুধুমাত্র আইপিএল থেকে প্রাপ্ত বেতনের পরিমাণ। যাইহোক, যদি এটির উপর ৩০ শতাংশ করও কাটা হয়, তবে এটি প্রায় ৩.০৮ কোটি টাকা। এ ছাড়া কোনও ব্র্যান্ডের প্রচার ও অন্যান্য আয়ের তথ্য পাওয়া যায় না। রঞ্জি ট্রফি খেলার আয়, বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলির এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

    MORE
    GALLERIES

  • 77

    Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল

    রিঙ্কু সিংকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তিত লখনউ সুপার জায়ান্টস। ২০২২ সালের আইপিএল নিলামের সময় গৌতম গম্ভীরের দল রিঙ্কুকে কিনতে চেয়েছিল। লখনউ রিঙ্কুকে ৫০ লক্ষ পর্যন্ত নিলামে গিয়েছিল৷ বেস প্রাইস ২০ লক্ষ টাকা থেকে শুরু হয়েছিল৷  শেষ পর্যন্ত, কেকেআর কিনে নিয়েছিল ৫৫ লক্ষ।

    MORE
    GALLERIES