সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ছুয়েছিলেন ক্রিস গেইলকে। ষষ্ঠ আইপিএল শতরান করে যুগ্মভাবে ক্রিস গেইলের সঙ্গে বসেছিলেন আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরির সিংহাসনে।
2/ 7
তবে নাম যে তার বিরাট কোহলি। রাজার রাজা তিনি। সিংহাসনের ভাগ কাউকে দিতে রাজি নন তিনি। তাই পরের ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে শতরান করে সিংহাসনের একা দখল নিলেন কিং কোহলি।
3/ 7
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দলের বিপদের সময় ফের একবার বিরাট কোহলি বুঝিয়ে দিলেন কেন তাকে রান মেশিন বলা হয়। একের পর এক আক্রমণাত্মক শট খেলে পরপর ২ ম্যাচে করলেন সেঞ্চুরি।
4/ 7
অপরাজিত ৬১ বলে ১০১ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। একাধিক চোখ ধাঁধানো শট উপহার দিলেন বিশ্ব জুড়ে তাঁর কোটি কোটি ফ্যানেদের। ১৩টি অনবদ্য চার ও একটি দুরন্ত ছয়ে সাজানো কোহলির এই ইনিংস।
5/ 7
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের নিজের সপ্তম শতরান করলেন বিরাট কোহলি। ৬টি শতরান করে দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। ৫টি শতরান করে তৃতীয় স্থানে জস বাটলার।
6/ 7
একইসঙ্গে এই শতরানের সৌজন্যে আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট কোহলি পরপর ২ ম্যাচে শতরান করার নজির গড়লেন। এর আগে এই নজির ছিল শিখর ধওয়ান ও জস বাটলারের।
7/ 7
মাঠে বিরাট কোহলির শতরানের পর তাকে শুভেচ্ছা জানান স্ত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কা সহ পুরো গ্যালারি ও ডাগআউট দাঁড়িয়ে সম্মান জানান বিরাট কোহলির এই অনবদ্য রেকর্ড ব্রেকিং সেঞ্চুরিকে।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ছুয়েছিলেন ক্রিস গেইলকে। ষষ্ঠ আইপিএল শতরান করে যুগ্মভাবে ক্রিস গেইলের সঙ্গে বসেছিলেন আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরির সিংহাসনে।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
তবে নাম যে তার বিরাট কোহলি। রাজার রাজা তিনি। সিংহাসনের ভাগ কাউকে দিতে রাজি নন তিনি। তাই পরের ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে শতরান করে সিংহাসনের একা দখল নিলেন কিং কোহলি।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দলের বিপদের সময় ফের একবার বিরাট কোহলি বুঝিয়ে দিলেন কেন তাকে রান মেশিন বলা হয়। একের পর এক আক্রমণাত্মক শট খেলে পরপর ২ ম্যাচে করলেন সেঞ্চুরি।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
অপরাজিত ৬১ বলে ১০১ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। একাধিক চোখ ধাঁধানো শট উপহার দিলেন বিশ্ব জুড়ে তাঁর কোটি কোটি ফ্যানেদের। ১৩টি অনবদ্য চার ও একটি দুরন্ত ছয়ে সাজানো কোহলির এই ইনিংস।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের নিজের সপ্তম শতরান করলেন বিরাট কোহলি। ৬টি শতরান করে দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। ৫টি শতরান করে তৃতীয় স্থানে জস বাটলার।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
একইসঙ্গে এই শতরানের সৌজন্যে আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট কোহলি পরপর ২ ম্যাচে শতরান করার নজির গড়লেন। এর আগে এই নজির ছিল শিখর ধওয়ান ও জস বাটলারের।
Virat Kohli: রাজার রাজা কোহলি, পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলে একাধিক নয়া ইতিহাস গড়লেন বিরাট
মাঠে বিরাট কোহলির শতরানের পর তাকে শুভেচ্ছা জানান স্ত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কা সহ পুরো গ্যালারি ও ডাগআউট দাঁড়িয়ে সম্মান জানান বিরাট কোহলির এই অনবদ্য রেকর্ড ব্রেকিং সেঞ্চুরিকে।