আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে নির্ধারিত সময়ে শুরু করা গেল না খেলা না। ম্যাচের আগে বৃষ্টি আহমেদাবাদে।
2/ 6
বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে হল না টস। ফের আম্পায়াররা মাঠ পরিদর্শনে পর আম্পায়ারের সবুজ সংকেত পেলেই হবে টস
3/ 6
ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে কোন দল ফাইনালে যাবে তা নিয়েও রয়েছে ফ্যানেদের মধ্যে কৌতুহল।
4/ 6
এখনও পর্যন্ত যা খবর তাতে ৭.৪৫-এ টস হওয়ার কথা। আর ম্যাচ শুরু হওয়ার কথা রাত ৮ থেকে।
5/ 6
নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হতে পারে। সুুপার ওভার আয়োজন করা সম্ভব রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত।
6/ 6
যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে লিগ টেবিলে যাদের অবস্থান ভালো ছিল, তারা ফাইনালে উঠবে। এক্ষেত্রে ম্যাচ আয়োজিত না হলে গুজরাত টাইটানস ফাইনাসে উঠবে।
MI vs GT qualifier 2: মুম্বই বনাম গুজরাত ম্যাচে বৃষ্টি! খেলা ভেস্তে গেলে ফাইনালে যাবে কোন দল
নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হতে পারে। সুুপার ওভার আয়োজন করা সম্ভব রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত।