হোম » ছবি » খেলা » KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

  • 18

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    প্রথমে যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকি তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডব। দুইয়ের সৌজন্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার কলকাতা নাইটরাইডার্সের। যার ফলে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ কেকেআরের।

    MORE
    GALLERIES

  • 28

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। মাঝে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন ভেঙ্কটেশ আইয়র ও নীতিশ রানা। ৪৮ রানের পার্টনারশিপ গড়েন।

    MORE
    GALLERIES

  • 38

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    কিন্তু নীতিশ রানা ফিরতেই একদিক থেকে ভেঙ্কটেশ আইয়র লড়াই করলেও অপরদিক থেকে লাগাতার উইকেট পড়তে থাকে। ভেঙ্কটেশ আইয়র নিজের অর্ধশতরান পূরণ করেন। ৫৭ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়র। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কেকেআর।

    MORE
    GALLERIES

  • 48

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। তিনিও তৈরি করেন নতুন ইতিহাস। ব্রাভোকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর শিরোপা নিজের নামে করেন তারকা লেগ স্পিনার।

    MORE
    GALLERIES

  • 58

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল। নীতিশ রানার প্রথম ওভারের ২৬ রান করেন তিনি। যদিও এদিন খাতা খুলতে পারেননি জস বাটলার। তবে অপরদিকে নিজের বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান যশস্বী।

    MORE
    GALLERIES

  • 68

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। এর আগে আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান ছিল কেএল রাহুলের। ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল। ১৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। তারমধ্যে ৬টি চার ও ৩টি ছয় মারেন তিনি।

    MORE
    GALLERIES

  • 78

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    অপরদিকে তাকে সঙ্গ দেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনিও মারকাটারি ব্যাটিং করেন। কেকেআরের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন দুই তারকা ক্রিকেটার। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে।

    MORE
    GALLERIES

  • 88

    KKR vs RR: যশস্বীর ব্যাটিং তাণ্ডব, চাহলের স্পিনের ভেলকি, লজ্জার হার কেকেআরের

    যশস্বী ও সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৩.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস। ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ১২টি চার ও ৫টি ছয় মারেন তিনি। মাত্র ২ রানের জন্য শতরান মিস করেন যশস্বী. অপরদিকে, ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। ২টি চার ও ৫টি ছয় মারেন তিনি।

    MORE
    GALLERIES