দিল্লি ক্যাপিটালসও ঘরের মাঠে প্রথম জয় পেতে মরিয়া। এক ঝলকে দেখে নিন দিল্লির সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, যশ ধুল, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, ললিত যাদব, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, আনরিখ নকিয়া, মুস্তাফিজুর রহমান। ইমপ্যাক্ট প্লেয়ার- পৃথ্বি শ।