তাঁর বাবা ছিলেন সাধারণ মানুষ। ফলবিক্রেতা। ছেলে ক্রিকেট খেলে, এটুকুই জানতেন। তবে ছেলের খেলা কখনও মাঠে দেখতে যাননি। সেই ছেলেই তাঁকে সেলেব্রিটি করে দিল। উমরান মালিকের নাম এখন এদেশে কে না জানে! ২২ বছর বয়সী পেসারের আগুনে বোলিং আইপিএলে ঝড় তুলে দিয়েছে। স্থানীয় বাজারে ফল বিক্রি করেন উমরানের বাবা। তার ছেলে এবার দেশের জার্সিতে খেলবে। বাবা বলছেন, সবটাই ওর পরিশ্রমের ফল। দেশের মানুষ ওকে এত ভালবাসা দিয়েছে! উমরানের বাবা এখনও বাজারে ঠেলা নিয়ে বসেন। তবে এখন ছবিটা বদলে গিয়েছে। সবাই তাঁকে চেনে। ছেলের সুবাদে। উমরান মালিকের বাবা এখন সেলেব্রিটি। আইপিএল ২০২২-এ ১৪ ম্যাচে ২২টি উইকেট নিয়েছেন উমরান মালিক। ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বোলিং করেছেন লাগাতার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৫টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে উমরান মালিককে।