শুধু দেশে নয়, বিদেশেও হিট আইপিএল। তবে এবার নাকি সেই আইপিএলে দর্শক সংখ্যা বেশ কম। এমনটাই বলছে সাম্প্রতিক রিপোর্ট।
2/ 5
এবার দেশের মাটিতে আইপিএল হচ্ছে। করোনার পর্ব কাটিয়ে মাঠে দর্শক ফিরেছে। বিসিসিআই ভেবেছিল, এবার আইপিএল থেকে মাটা টাকা মুনাফা করবে।
3/ 5
আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রির প্রস্তুতি চলছে। তারই মাঝে বিসিসিআই-এর চিন্তা বাড়াল এক রিপোর্ট। ৩৩% পড়ল IPL-এর TV রেটিং, ভিউয়ারশিপ কমল ১৪%।
4/ 5
বার্ক জানিয়েছে, আইপিএল শুরুর পর প্রথম সপ্তাহে মাত্র দুটি ম্যাচে দর্শক সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। সেই দুটি ম্যাচ হল - কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংস।
5/ 5
প্রথম সপ্তাহে আইপিএলের ভিউয়ারশিপ ১৪ শতাংশ কমে হয়েছে ২২৯.০৬ মিলিয়ন। গত বছর যা ছিল ২৬৭.৭ মিলিয়ন। অর্থাত্ আইপিএলে দর্শক সংখ্যাও কমেছে এবার।