#মুম্বই: চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যান ডেবন কনওয়ে নিজের দীর্ঘদিনের গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেললেন৷ কনওয়ের বউয়ের নাম কিম ওয়াটসন৷ তিনি বিয়ে করবেন বলে বায়োবাবলের বাইরে বেরিয়ে গিয়েছিলেন৷ বায়ো বাবল থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান বিয়ে সারতে৷