দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে দূরপাল্লার দৌড়ে চোখ সৌরভের। চলতি মরশুমেই প্রথমবার আইপিএলে কোনও দলের ব্যাটিং উপদেষ্টার ভূমিকায় দেখা যাচ্ছে সৌরভকে। জানালেন, ঋষভ-পৃথ্বীদের কোচিং উপভোগ করছেন। আপাতত অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি নয়। দিল্লির সঙ্গেই দূরপাল্লার চুক্তিতে চোখ মহারাজের। Photo Courtesy: Delhi Capitals/Twitter
আউটফিল্ড ভিজে থাকায় শহরে থেকেও বুধবার ইডেনে অনুশীলন করেনি দিল্লি। তবে বিকেলে সিএবি এসে নিজের ঘরে একের পর এক বৈঠক সেরেই টিম হোটেলে ছুটলেন। জানালেন, শুক্রবার নাইটদের সঙ্গে ফিরতি ম্যাচের গেমপ্ল্যান ঠিক করবেন কোচ পন্টিং আর অধিনায়ক শ্রেয়সের সঙ্গে আলোচনা করে। তবে মঙ্গলবারই খুঁটিয়ে ইডেনের পিচ দেখেছেন। কিউরেটর সুজনের দাবি, গতিময় উইকেট হবে। সৌরভ অবশ্য রাবাডা’র প্রশংসায় পঞ্চমুখ। তবে রাসেল-রাবাডা যুদ্ধ নিয়ে আগাম মন্তব্য এড়িয়ে গেলেন। ইডেনে শাহরুখের দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন সৌরভ। Photo Courtesy: Delhi Capitals/Twitter