দিন-রাতের টেস্ট বা পিঙ্ক বলের টেস্ট ম্যাচ তো আমরা সবাই দেখেছি ৷ ক্যানসার সচেতনতার প্রচারে পিঙ্ক টেস্ট থেকে পিঙ্ক ওডিআই কিংবা পিঙ্ক টি-টোয়েন্টিও হয়ে থাকে। এবার এক-আধটা ম্যাচ নয়, গোটা আইপিএলেই গোলাপি জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস ৷ Photo Courtesy: BCCI/IPL