মাস্ট উইন ম্যাচে মরিয়া অশ্বিনরাও। মোহালি তো নয়, যেন ইডেনেরই ডুপ্লিকেট ২২ গজ। শুক্রবার এমন পিচেই কিংস পঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর। প্লে-অফের আশা ভাসিয়ে রাখতে দু’দলের কাছেই মাস্ট উইন গেম। কিন্তু পঞ্জাব ক্রিকেট সংস্থার উইকেট দেখে দলের কম্বিনেশনে বিশেষ রদবদল আনতে চায়না নাইটরা। তাই শুক্রবারও সম্ভবত জোড়া স্পিনার হিসেবে নারিন-চাওলাই নামবেন। আবার বেঞ্চে বসতে হবে কুলদীপকে। Photo Courtesy: KKR/Twitter
অশ্বিনদের বিরুদ্ধেও ছাত্রদের থেকে ইডেনে মুম্বই ম্যাচের আগ্রাসী ক্রিকেট চান কোচ কালিস। রাতে গোটা দলের নেমন্তন্ন রয়েছে। শহরের অদূরেই ফার্মহাউসে টিমমেটদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন ঘরের ছেলে শুভমান। টিম ম্যানেজমেন্টের খবর, শুক্রবার গোটা গিল পরিবারই মাঠে থাকবেন ছেলের ব্যাটিং দেখতে। Photo Courtesy: KKR/Twitter