গত এশিয়া কাপে ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন বীরেন্দ্র লাকরা। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি। সেই তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ।
3/ 5
ত্রিকোণ প্রেমের জেরেই বীরেন্দ্র লাকরা তাঁর বন্ধুকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।
4/ 5
আনন্দ কুমার টপ্পো নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল ভুবনেশ্বরের এক ফ্ল্যাট থেকে। সেই ব্যক্তি মৃত্যুর সপ্তাহ দুয়েক আগে বিয়েও করেছিলেন। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে নাম জড়িয়েছে বীরেন্দ্র লাকরার।
5/ 5
আনন্দ নামের সেই ব্যক্তি ছিলেন বীরেন্দ্রর ছোটবেলার বন্ধু। আনন্দের বাবা অভিযোগ করেছেন, বীরেন্দ্র লাকড়া ও বান্ধবী মনজিৎ টেটে মিলে তাঁর ছেলেকে খুন করেছে।