ভারতীয় দলের নির্ভরযোগ্য স্পিনার ছিলেন তিনি। হরভজন সিং কিন্তু সরকারি চাকরিও করেন। তিনি পঞ্জাব পুলিশের ডিএসপি পদে রয়েছেন। কম সময়ে তাঁর উত্থান চোখে পড়ার মতো। যুজবেন্দ্র চাহাল আয়কর দফতরে ইন্সপেক্টর পদে চাকরিও করেন। ভারতীয় দলের ভরসাযোগ্য পেসার উমেশ যাদব। তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরিও করেন। ২০১০ সালে ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন সাম্মানিক পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৫ সালে ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল পদে দায়িত্ব গ্রহণ করেন এম এস ধোনি। সেনা জওয়ানদের সঙ্গে সময়ও কাটান তিনি। ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করেন।