সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে চাহাল ঘরণী ডিগ্রিতে চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে ৷ ভারতীয় ড্রেসিংরুমে খেলার সময়টুকু ছাড়া বাকি সময় যে চ্যানেল চলে তা হল চাহাল টিভি ৷ তাই তাঁর হবু স্ত্রীয়ের যে সেদিকে ঝোঁক থাকবে না তা কী করে হয় ৷ জানা গিয়েছে যুজবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী একজন জনপ্রিয় ইউটিউবারও ৷ Dhanashree Verma Company এই নামে রয়েছে তাঁর নিজস্ব ডান্স কোম্পানিও ৷ ইউটিউবে সেই চ্যানেলের রয়েছে ১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার ৷ ছবি সৌজন্য ইনস্টাগ্রাম