ছন্দে না থাকলেও দিল্লিতে নিজের টেস্টের জীবনের ১০০ তম টেস্ট খেলবেন চেতেশ্বর পূজারা। রাহুল দ্রাবিড় চেষ্টা করছেন তাকে ছন্দে ফিরিয়ে আনতে
2/ 7
নিজের ঘরের মাঠ দিল্লিতে দীর্ঘদিন বাদে খেলবেন বিরাট কোহলি। এমনিতেই টিম হোটেলে না থেকে পরিবারের সঙ্গে আছেন অনুমতি নিয়ে
3/ 7
জঘন্য ফর্মে থাকা কেএল রাহুলের কাছে দিল্লি টেস্ট প্রচন্ড গুরুত্বপূর্ণ। লাইনে দাঁড়িয়ে আছেন শুভমন গিল। রাহুল ফেল করলে আপাতত টেস্ট থেকে বাদ পড়বেন সন্দেহ নেই
4/ 7
রবি অশ্বিন দেশের মাটিতে কতটা কার্যকরী হতে পারেন তা দেখা গিয়েছিল নাগপুরের দ্বিতীয় ইনিংসে। পাঁচ উইকেট নিয়েছিলেন। দিল্লিতে তাকে সামলানো বিরাট চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার কাছে
5/ 7
পাঁচ মাস বাদে জাতীয় দলে কামব্যাক করলেও রবীন্দ্র জাদেজা নাগপুরে প্রমাণ করে দিয়েছিলেন কিছুই হারাননি তিনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং ব্যাট রান করে ম্যাচের সেরা হয়েছিলেন
6/ 7
উইকেট প্রথম এক ঘন্টা ফাস্ট বোলারদের সাহায্য করলে এখনও মহম্মদ শামি বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন সেটা প্রমাণিত। তার দুরন্ত সিম বোলিং প্রথমদিকে অস্ট্রেলিয়ার দু তিনটে উইকেট নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না
7/ 7
ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট পর্যবেক্ষণ করছেন। নিজে স্টানস নিয়ে বোঝার চেষ্টা করছেন বিপক্ষ বোলাররা কোথায় টার্গেট করতে পারে
রবি অশ্বিন দেশের মাটিতে কতটা কার্যকরী হতে পারেন তা দেখা গিয়েছিল নাগপুরের দ্বিতীয় ইনিংসে। পাঁচ উইকেট নিয়েছিলেন। দিল্লিতে তাকে সামলানো বিরাট চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার কাছে
পাঁচ মাস বাদে জাতীয় দলে কামব্যাক করলেও রবীন্দ্র জাদেজা নাগপুরে প্রমাণ করে দিয়েছিলেন কিছুই হারাননি তিনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং ব্যাট রান করে ম্যাচের সেরা হয়েছিলেন
উইকেট প্রথম এক ঘন্টা ফাস্ট বোলারদের সাহায্য করলে এখনও মহম্মদ শামি বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন সেটা প্রমাণিত। তার দুরন্ত সিম বোলিং প্রথমদিকে অস্ট্রেলিয়ার দু তিনটে উইকেট নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না
ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট পর্যবেক্ষণ করছেন। নিজে স্টানস নিয়ে বোঝার চেষ্টা করছেন বিপক্ষ বোলাররা কোথায় টার্গেট করতে পারে