#পোর্ট অফ স্পেন: ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ দুটিতেই বাজিমাত টিম ইন্ডিয়ার৷ শুক্রবার থেকে তাদের মিশন ওয়েস্টইন্ডিজ৷ অবশ্য দুটি দল অনেকটাই আলাদা৷ শুক্রবারের ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচ (IND v WI 1st ODI) খেলা হবে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে৷ ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খুইয়েছে৷ তাই ভারতীয় তরুণ দলের বিরুদ্ধে তারা নিজেদের ধাক্কা কাটিয়ে উঠতে চাইবে৷
আজকের ওয়েদার আপডেট
ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে শুক্রবার আকাশে মেঘ -রোদের খেলা চলবে৷ অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ি তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ এদিকে এদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে ৪০ শতাংশ৷ বৃষ্টি হলেও তার জেরে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা নেই৷ হাওয়ার গতি থাকবে ৩০ কিমি প্রতি ঘণ্টা৷ ফলে ক্রিকেটারদের শিশির ব্যতিব্যস্ত করবে না৷