প্রথম টেস্টের আগে কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচ হওয়ার পর কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছেন দ্রাবিড়। তবে এবার বড় চ্যালেঞ্জ। টেস্টে নিউ জিল্যান্ড অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে খেলবে ভারতীয় দল। সেটা বাড়তি অ্যাডভান্টেজ। তবুও প্রস্তুতিতে খামতি রাখতে চান না কোচ দ্রাবিড়।