পারফরম্যান্সে খুশি অশ্বিন। বলেন, “মাত্র তিনটি উইকেটের বদলে দিনের শেষে অনেকগুলো উইকেট পেলে মন ভাল থাকে। বোলারের কাছে উইকেট সবচেয়ে মূল্যবান। মাঝে মাঝে বল না করলেও ঠিক আছে। কিন্তু সাফল্য না পেলে ভাল লাগে না। আজ তাই একটু তাড়াতাড়ি শুতে যাব এবং ভাল করে ঘুমোব।”