রোহিত শর্মা: প্রথম টেস্টে শতরান ককে দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে দলকে ভালো শুরু দিচে চান হিটম্যান।
2/ 11
কেএল রাহুস: লাগাতার অফ ফর্মের কারমে কেএল রাহুলের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। দ্বিতীয় টেস্টেও রাহুলেই আস্থা রাখছে দল।
3/ 11
চেতেশ্বর পুজারা: দিল্লি টেস্ট চেতেশ্বর পুজারার সামনে মাইলস্টোন। টেস্ট কেরিয়ারের তার শততম টেস্ট। বড় রান করতে মুখিয়ে রয়েছে পুজারা।
4/ 11
বিরাট কোহলি: ওডিআই ও টি-২০-তে রানে ফিরলেও টেস্টে এখনও বড় রান আসেনি বিরাট কোহলির ব্যাটে। ঘরের মাঠে জ্বলে উঠতে মরিয়া কোহলি।
5/ 11
সূর্যকুমার যাদব / শ্রেয়স আইয়র: প্রথম টেস্টে অভিষেক হলেও দাগ কাটতে পারেননি সূর্যকুমার। ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়রও। দ্বিতীয় টেস্টে দুজনের মধ্যে এক জন সুযোগ পাবেন।
6/ 11
এসকে ভরত: প্রথম টেস্টে অভিষেক হয়েছিল উইকেট কিপার ব্যাটার এসকে ভরতের। দ্বিতীয় টেস্টেও তার সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয় নেই।
7/ 11
রবীন্দ্র জাদেজা: চোট সারিয়ে দলে ফিরেই ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্টেও নিজের ছন্দ ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী জাড্ডু।
8/ 11
অক্ষর প্যাটেল: প্রথম টেস্টে ভলো বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনের সময় অনবদ্য ব্যাটিং করেছিলেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় ম্যাচেও নামার আগে আত্মবিশ্বাসী অক্ষর।
9/ 11
রবিচন্দ্রন অশ্বিন: ভারতীয় স্পিন অ্যাটাকের সেরা অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচে অনবদ্য বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচেও ভেলকি দেখাতে প্রস্তুত অশ্বিন।
10/ 11
মহম্মদ শামি: দলে পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন মহম্ম শামি। প্রথম ম্যাচেও ছন্দে বোলিং করেছেন তারকা পেসার। দ্বিতীয় ম্যাচেও আগুন ঝরাতে প্রস্তুত।
11/ 11
মহম্মদ সিরাজ: বল হাতে আগুন ঝরাচ্ছেন পেসার মহম্মদ সিরাজও। প্রথম টেস্টে ভালো বোলিং করেছেন। দিল্লিতেও ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী সিরাজ।
India vs Australia: প্রথম ম্যাচ জিতলেও দলে পরিবর্তন! কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ
সূর্যকুমার যাদব / শ্রেয়স আইয়র: প্রথম টেস্টে অভিষেক হলেও দাগ কাটতে পারেননি সূর্যকুমার। ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়রও। দ্বিতীয় টেস্টে দুজনের মধ্যে এক জন সুযোগ পাবেন।