এছাড়া সচিন সহ মোট ৫ জন ব্যাটার রয়েছে যারা বর্ডার গাভাসকর সিরিজে ২ হাজারের বেশি রান করেছে। সচিন ৩৬৩০ রান করে শীর্ষ রয়েছেন। আর বিরাট কোহলির বর্ডার-গাভাসকর সিরিজে ২০০০ মাইলস্টোন স্পর্শ করতে দরকার ২১৮ রান। বর্তমানে কোহলির রান ১৬৮২। ফলে সিরিজে ভালো ফর্মে ব্যাট করলে ২৮২ রান হতেই পারে।