গ্রেফতাররে পর হাসিন সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মহম্মদ শামি নিজের প্রভাব খাটিয়ে ও পয়সার জোরে উত্তরপ্রদেশ পুলিশকে কিনে নিয়েছে৷ সেই কারণেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷ সংবাদমাধ্যমের কাছে সাহায্যেরও আবেদন জানান তিনি৷ হাসিন বলেন, 'বেটি বাঁচাও, বেটি পড়াও চালু করেছেন মোদিজি৷ আমিও একজন মহিলা৷ কেন যোগী সরকার দেখছে না? কেন মোদিজি দেখছেন না? কী ভাবে আমার সঙ্গে দিনের পর দিন অন্যায় হচ্ছে, হেনস্থা করা হচ্ছে৷ রাত ১২টার সময় আমাকে আনমার বিছানা থেকে টেনে হিঁচড়ে তুলে আনা হয়েছে থানায়৷'