আইপিএল অতীত। আবার ভারতীয় দলের জার্সিতে দেখা গেল বিরাট কোহলিকে। ভারতীয় দল রওনা দিল ইংল্যান্ডে। রবীন্দ্র জাদেজারা সেখানে খেলবেন বাকি থাকা এজবাস্টন টেস্ট। তার পর ওয়ান ডে সিরিজ। জসপ্রিত্ বুমরাহ, চেতেশ্বর পুজারাদের ইংল্যান্ড রওনা দেওয়ার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল। শার্দুল ঠাকুর ও শুভমান গিলকে একসঙ্গে দেখা গেল ফ্লাইটে। শামি, মহম্মদ সিরাজ ভারতীয় পেস অ্যাটাক-এর দায়িত্বে থাকবেন। আইপিএল-এর পর আবার ভারতীয় দলের ক্রিকেটারদের দেখা গেল টিম ইন্ডিয়ার জার্সিতে।