২২ গজের লড়াইয়ে জন্য তৈরি ১০টি দেশ৷ এখন শুধুমাত্রই বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার অপেক্ষা৷ বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচে নিজেদের তাতিয়ে নিয়েছেন ক্রিকেটাররা৷ ওভালে রয়েছে প্রথম ম্যাচ৷ মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা৷ তার আগে লন্ডনের দ্য মলে হয়ে গেল ওপেনিং সেরিমনি৷ Photo Courtesy: Twitter/Visit Birmingham