বিশ্বকাপ শুরুর আগে শিখর ধাওয়ান ও বিজয় শঙ্করের চোট কিছুটা চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে ৷ ওভালে অনুশীলনের সময় শুক্রবার চোট পান এই দুই ক্রিকেটার ৷ Photo Courtesy: BCCI/Twitter
2/ 5
আজ, শনিবার প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷ আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচগুলির মাধ্যমেই প্রস্তুতিটা ভালমতো সেরে রাখতে চান বিরাটরা ৷ Photo Courtesy: BCCI/Twitter
3/ 5
অনুশীলনে থ্রো ডাউনের সময় আচমকা একটা বল লাফিয়ে উঠে লাগে ধাওয়ানের হেলমেটে ৷ বল ঠোঁটে লেগে রক্তপাত শুরু হয় ৷ চোট পান অলরাউন্ডার বিজয় শঙ্করও ৷ চোট পেয়েই দুই ক্রিকেটার মাঠ ছাড়লেও তাঁদের চোট কতটা গুরুতর জানা যায়নি ৷ Photo Courtesy: BCCI/Twitter
4/ 5
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বরে কে নামবেন ? তা নিয়ে একটা সংশয় ছিল ৷ এবারে বিজয় চোট পাওয়ায় আজ কিউদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চার নম্বরে কে নামবেন, তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ৷ Photo Courtesy: BCCI/Twitter
5/ 5
অনুশীলনে খলিল আহমেদের বলে পুল করতে গিয়ে ডান হাতে চোট পান বিজয় শঙ্কর ৷ Photo Courtesy: BCCI/Twitter
বিশ্বকাপ শুরুর আগে শিখর ধাওয়ান ও বিজয় শঙ্করের চোট কিছুটা চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে ৷ ওভালে অনুশীলনের সময় শুক্রবার চোট পান এই দুই ক্রিকেটার ৷ Photo Courtesy: BCCI/Twitter
আজ, শনিবার প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷ আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচগুলির মাধ্যমেই প্রস্তুতিটা ভালমতো সেরে রাখতে চান বিরাটরা ৷ Photo Courtesy: BCCI/Twitter
অনুশীলনে থ্রো ডাউনের সময় আচমকা একটা বল লাফিয়ে উঠে লাগে ধাওয়ানের হেলমেটে ৷ বল ঠোঁটে লেগে রক্তপাত শুরু হয় ৷ চোট পান অলরাউন্ডার বিজয় শঙ্করও ৷ চোট পেয়েই দুই ক্রিকেটার মাঠ ছাড়লেও তাঁদের চোট কতটা গুরুতর জানা যায়নি ৷ Photo Courtesy: BCCI/Twitter
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বরে কে নামবেন ? তা নিয়ে একটা সংশয় ছিল ৷ এবারে বিজয় চোট পাওয়ায় আজ কিউদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চার নম্বরে কে নামবেন, তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ৷ Photo Courtesy: BCCI/Twitter