হল অফ ফেমে জায়গা পাওয়া কোনও কিংবদন্তী ক্রিকেটারের তথ্যতেও ভুল ! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছে আইসিসি ৷ Photo Courtesy: PTI
2/ 5
কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ‘বাঁ-হাতি’ উল্লেখ করে বিতর্কে মুখে আইসিসি ৷
3/ 5
আইসিসি-র হল অফ ফেমের ওয়েবসাইটে দ্রাবিড়ের পরিচয় দেওয়া রয়েছে ‘বাঁ হাতি’ ব্যাটসম্যান হিসেবেই ৷
4/ 5
গত বছরই পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি-র হল অফ ফেমে জায়গা পান দ্রাবিড় ৷
5/ 5
আইসিসি-র যদিও এটাই প্রথমবার ভুল নয় ৷ এর আগেও সচিন তেন্ডুলকরের সঙ্গে বেন স্টোকসের ছবি পোস্ট করে তাতে ক্যাপশনে লেখা হয়েছিল, ‘‘সর্বকালের সেরা ক্রিকেটার এবং সচিন তেন্ডুলকর ৷’’