আর মাত্র ২৪ ঘণ্টা ৷ তারপরেই শুরু ক্রিকেটের সবথেকে বড় আসর বিশ্বকাপ ৷ ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯-এর পর এবছর ফের ক্রিকেট বিশ্বকাপ ফিরে এসেছে ইংল্যান্ডে ৷ পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ইংল্যান্ডের সহযোগী হিসেবে থাকছে পাশের দেশ ওয়েলস। দু’দেশের ১০টি শহরের মোট ১১টি ভেন্যুতে ৪৬ দিনের মেগা ইভেন্টে মোট ম্যাচ খেলা হবে ৪৮টি। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে-ও। আসুন একবার দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপ কোন কোন মাঠে খেলা হবে ৷- প্রতিবেদন-সিদ্ধার্থ সরকার
ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার- ইংল্যান্ডের সবচেয়ে পুরনো মাঠগুলির মধ্যে অন্যতম এই ওল্ড ট্র্যাফোর্ড ৷ আগামী ১৬ জুন এই মাঠেই বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ ওল্ড ট্র্যাফোর্ডের মোট দর্শকাসন ২৬ হাজার ৷ লাঙ্কাশায়ার কাউন্টি ক্লাবের এই মাঠে একটি সেমিফাইনাল-সহ মোট ৬টি ম্যাচ খেলা হবে এবারের বিশ্বকাপে ৷ File Photo
লর্ডস, লন্ডন- ক্রিকেটের মক্কা লর্ডস ৷ এই নিয়ে পাঁচবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ৷ পাঁচবারই ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে লর্ডস ৷ মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের এই মাঠের মোট দর্শকাসন ২৮ হাজার ৷ ফাইনাল-সহ মোট ৫টি ম্যাচ খেলা হবে এই মাঠে ৷ মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ইউরোপীয় ক্রিকেট কাউন্সিলের (ইসিসি) সদর দফতর এখানেই অবস্থিত। এছাড়া ২০০৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতর ছিল লর্ডসই। File Photo