বিশ্বকাপের ঢাকে কাঠি ৷ টেমসের পাড়ে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার লড়াই দিয়ে শুরু হল ২০১৯-এর কাপ যুদ্ধ ৷ বেলুনে চড়ে কাপ গার্লের সঙ্গে মাঠে প্রবেশ সোনালি-রূপোলি বিশ্বকাপের ৷ Images via Reuters এই কাপ দখলের জন্যেই আগামী দেড় মাস ধরে ১০টি দলের মধ্যে চলবে ক্রিকেটীয় মহাযুদ্ধ ৷ Images via Reuters ইংল্যান্ডের ১০টি শহরের ১১টি মাঠে হবে খেলা ৷ Images via Reuters ভারতের প্রথম খেলা ৫ জুন ৷ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ৷ Images via Reuters