যে দেওয়াল বাউন্সারে টলে না। যে দেওয়ালে হাজার চোখরাঙানি ধাক্কা খেয়ে ফিরে আসে। ভরসা পাঁচিল। ভারতীয় দলের যে কোনও আসন্ন বিপদ আগে এই পাঁচিলেই আটকে যায়। আজ ভরসার দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের ৪৯তম জন্মদিন।
2/ 15
ধ্রুপদী ব্যাটার, দলের প্রয়োজনে উইকেটকিপার, মিডল অর্ডারের স্তম্ভ, টেস্ট স্পেশালিস্ট, ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের মালিক, ভারতীয় দলের বর্তমান কোচ। রাহুল দ্রাবিড়কে নিয়ে বলতে শুরু করলে শেষ করা মুশকিল।
3/ 15
টেস্ট ও একদিনের ক্রিকেট, দুই ফরম্যাটেই দশ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রাহুল দ্রাবিড়। টেস্টে ১৩, ২৮৮ রান ও একদিনের ম্যাচে ১০, ৮৮৯ রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন কর্ণাটকের হয়ে।
4/ 15
রবি শাস্ত্রীর জায়গায় এখন ভারতীয় দলের কোচ দ্রাবিড়। কোচ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিতেছেন দ্রাবিড়।
5/ 15
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। সেখানেও তাঁর সাফল্য ঈর্ষণীয়।
6/ 15
ভারতের অনূর্ধব-১৯ দলের কোচ ছিলেন। সেই দলকেও দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন দ্রাবিড়। ক্রিকেটার গড়ার কারিগর হয়ে উঠেছিলেন তিনি।
7/ 15
অনেকে ভাবেন, রাহুল দ্রাবিড় হয়তো মাঠের বাইরেও বেশ গম্ভীর মানুষ। তবে দ্রাবিড়ের সতীর্থরা সেটা মানেন না। তাঁরা বলেন, দ্রাবিড় কিন্তু বেশ ফূর্তিবাজ।
8/ 15
জ্যামি। এই ডাকনামে বেশ জনপ্রিয় দ্রাবিড়। তবে অনেকেই জানেন না, কীভাবে রাহুল দ্রাবিড়ের ডাকনাম হল জ্যামি!
9/ 15
একটা সময় ভারতীয় দলের ড্রেসিংরুমে দ্রাবিড়কে অনেকেই জ্যামি নামে ডাকতেন।
10/ 15
দ্রাবিড়ের পরিবারের কেই কিন্তু তাঁর এই জ্যামি নামটা দেননি।
11/ 15
অনেকেই হয়তো আন্দাজ করছেন, জ্যাম থেকেই দ্রাবিড়ের ডাকনাম জ্যামি হয়েছে।
12/ 15
দ্রাবিড়ের বাবা জনপ্রিয় জ্যাম প্রস্তুতকারক সংস্থা কিশান-এ কাজ করতেন।
13/ 15
ছোটবেলায় দ্রাবিড় কোথাও খেলতে গেলে তাঁর মা ব্যাগে একটি জ্যামের শিশি দিয়ে দিতেন।
14/ 15
একটা সময় কিশান-এর জ্যামের একটি বিজ্ঞাপনে দেখা যায় রাহুল দ্রাবিড়কে।
15/ 15
কিশানের সেই বিজ্ঞাপন দারুন জনপ্রিয় হয়। আর সেই থেকে রাহুল দ্রাবিড়ও জ্যামি নামে জনপ্রিয় হতে শুরু করেন।