পঞ্জাবের লিয়াম লিভিংস্টোন সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন। তিনি মাঠকর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপক চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি শিশির প্রতিরোধকারী 'এপিএসএ-৮০' এই 'অ্যাগ্রি স্প্রে' ব্যবহারের উল্লেখ করেন। এই কেমিক্যাল মূলত ফলন বাড়াতে ব্যবহার করেন কৃষকরা।